বুক রিভিউ : দীপু নাম্বার টু

আমি ছোট থেকেই বই পড়তে খুউউব ভালোবাসি। পড়তে পড়তে বাসার সব বই পড়ে ফেলি। কিন্তু বইয়ের নেশা তো আর যায় না। একদিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ে দেখলাম ইন্টারনেটে বই পড়া যায়। আমার বান্ধবীরা সবাই তো জাফর ইকবাল স্যারের দীপু নাম্বার টু পড়ে ফেলেছে। শুধু আমিই বাকি। কিন্তু আমার তো প্রেসটিজ বলে একটা কথা আছে। তখন ইন্টারনেট থেকে দীপু নাম্বার টু বই ডাউনলোড করলাম। অঅঅঅঅঅঅনেক সুন্দর বই। দীপুর মা ছিল না দেখে আমার দীপুর প্রতি প্রচন্ড মায়া হচ্ছিল। দীপু আর তারেকের বন্ধুত্বটাও খুব সুন্দর। দীপু আর তার বন্ধুদের অ্যাডভেঞ্চারটাতো ভাষায়প্রকাশ করার মতো না।  দিনশেষে দীপু একা। বইটা পড়লে আপনি মোহগ্রস্ত হয়ে যাবেন। তাই দেরি না খরে পড়ে ফেলুন দীপু নাম্বার টু।

Comments

  1. আসলেই দীপু নাম্বার ২ বইটি খুব মজার। যে একবার বইটি পড়বে তার বারবার বইটি পড়ার ইচ্ছে করবে।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

আর্কিমিডিসের গল্প

মুজিব কুইজের উত্তর(২১জানুয়ারি)